নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়ায় শীতের আমেজ আরও স্পষ্ট। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে, সকালের হালকা ঠান্ডা এখন গায়ে চাদর টেনে নেওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। ভোরের শিশির, শুকনো হাওয়া আর ধোঁয়াটে আকাশ জানান দিচ্ছে—শীত আর দূরে নেই।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী,
৪ নভেম্বর পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস,আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
আগের দিনের চেয়ে এই তাপমাত্রা সামান্য হলেও কমেছে, যা শীতকে আরও কাছে এনে দিয়েছে। আবহবিদদের মতে, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলেই শীতের আনুষ্ঠানিক আগমন ধরা হয়। সেই হিসেবে পুরুলিয়া এখন শীতের কড়া নাড়ানির চেয়েও এক ধাপ এগিয়ে—দরজা প্রায় খুলেই গেছে। নভেম্বরের শুরুতেই এমন আমেজ স্মরণাতীত কালে পায়নি পুরুলিয়া।
সকালে অনেক বাড়িতেই বন্ধ রাখা হচ্ছে ফ্যান, কেউ কেউ পাতলা কম্বল বা চাদর জড়িয়ে নিচ্ছেন। চায়ের দোকানে ভিড় বাড়ছে, রাস্তায় দেখা যাচ্ছে পুরো হাত ঢেকে রাখা পোশাক।
কবি ভাস্কর চক্রবর্তীর সেই প্রশ্ন—“শীতকাল কবে আসবে সুপর্ণা?”—তার উত্তর যেন এখন পুরুলিয়ার বাতাসই দিচ্ছে।






Post Comment