নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ঘূর্ণিঝড় কাটলেও তার সামান্য প্রভাব এখনও রয়েছে জেলার আবহাওয়ায়। তবে বৃহস্পতিবার তুলনামূলকভাবে অনেকটাই কমেছে বৃষ্টি। বেশিরভাগ আবহাওয়া কেন্দ্রেই বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
জেলার মোট ১৩টি আবহাওয়া কেন্দ্রের মধ্যে মাত্র চারটি জায়গায় বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে সাঁতুড়িতে — ৮ মিলিমিটার। নিতুড়িয়ায় বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার, হুড়ায় ৪.২ মিলিমিটার এবং বরাবাজারে ২ মিলিমিটার। বাকি ৯টি কেন্দ্রে বৃষ্টিপাত ছিল শূন্য।
সামগ্রিকভাবে পুরুলিয়া জেলার গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ১.৫৭ মিলিমিটার।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে মেঘমুক্ত আকাশ দেখা যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রাও কমবে।





Post Comment