insta logo
Loading ...
×

শহর থেকে সরছে মেডিকেল কলেজ ক্যাম্পাস

শহর থেকে সরছে মেডিকেল কলেজ ক্যাম্পাস

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

অবশেষে ইন্টার্ন ডাক্তারদের আন্দোলন সফল। পুরুলিয়া শহর থেকে দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত চিকিৎসা পরিষেবা হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তরিত হচ্ছে । শুক্রবার স্বাস্থ্য ভবনের মেডিক্যাল এডুকেশন দফতর থেকে এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, যাতে হাসপাতালের কার্যক্রম নির্বিঘ্ন থাকে ও রোগীদের চিকিৎসা পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ রেখে যত দ্রুত সম্ভব ওই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ।

নির্দেশিকায় বলা হয়েছে, দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে সদর হাসপাতালের সমস্ত বিভাগ, ওয়ার্ড, ওপিডি, ও টি সহ অন্যান্য পরিষেবা হাতোয়াড়া ক্যাম্পাসে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই স্থানান্তর প্রক্রিয়া সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কৌশিক মিত্রকে। তিনি বর্তমানে স্বাস্থ্য ভবনে দায়িত্বে রয়েছেন। নির্দেশ অনুযায়ী, ডা. মিত্র পুরুলিয়ায় দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে স্থানান্তর প্রক্রিয়ার সমন্বয় করবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন।

Post Comment