নিজস্ব প্রতিনিধি,সাঁতুড়ি:
বাইক থামিয়ে ছিনতাই করার ঘটনায় পুলিশের জালে দুই দুষ্কৃতি। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হায়দার খান ও দীনেশ বাউরি। হায়দার খানের বাড়ি সাঁতুড়ি থানার ভেটি ও দীনেশ বাউরীর বাড়ি তালবেড়িয়া গ্রামে। বৃহস্পতিবার ধৃত ওই দুই যুবককে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি আর্থিক সংস্থার তরফে সাঁতুড়ি এলাকায় তারা বিভিন্ন গ্রামের মহিলাদের ঋণ দিয়েছিল। ঋণের সুদ বাবদ টাকা তারা প্রতি সপ্তাহে নিতে আসত। গত ২০ অক্টোবর ওই আর্থিক সংস্থার কর্মচারী পূর্ব বর্ধমান জেলার গলসি থানা এলাকার যুবক শেখ মিরাজ ভেটি গ্রামে পৌঁছায়। ওইদিন দুপুরে সেখানে তিনটি সেন্টার থেকে টাকা সংগ্রহ করে বাইক নিয়ে নিয়ামতপুরের উদ্যেশ্যে ফিরে যাচ্ছিল। অভিযোগ গ্রাম থেকে বেরোনোর পরেই জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় দুষ্কতিরা তার ব্যাগে থাকা নগদ প্রায় ৩৫ হাজার টাকা,মোবাইল ফোন, বায়োমেট্রিক যন্ত্র সহ একাধিক নথি নিয়ে পালিয়ে যায়। তারপরেই তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্তে নামে সাঁতুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে গ্রেফতার করা হয় এই দুই যুবককে।










Post Comment