নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে চিকিৎসা পরিষেবা চালু রাখা এবং মানবাজার ও ঝালদায় সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের দাবিতে পথে নামল সিপিআই(এম)। বৃহস্পতিবার নিজেদের দাবিদাওয়াভিত্তিক ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহরের রাস্তায় মিছিল করেন বাম নেতাকর্মীরা। পরে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
২০১৮ সালে পুরুলিয়া সদর হাসপাতালকে উন্নীত করে তৈরি হয় পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে হাতোয়াড়া গ্রামে নির্মিত হয় নতুন মেডিক্যাল কলেজ ক্যাম্পাস, যেখানে শুরু হয় ডাক্তারি পঠনপাঠন। ধীরে ধীরে সদর ক্যাম্পাসের বেশিরভাগ বিভাগ স্থানান্তরিত হয়েছে হাতোয়াড়ায়। বর্তমানে সদর ক্যাম্পাসে কেবল প্রসূতি ও শিশু বিভাগ চালু রয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব সিপিআই(এম)। দলের পুরুলিয়া শহর কমিটির সদস্য জিতেন ওঝা বলেন, “এরই প্রতিবাদ করছি আমরা। পুরুলিয়া শহরের মানুষের চিকিৎসার সুবিধা যাতে বন্ধ না হয়, তাই সদর ক্যাম্পাসে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে হবে।”
অন্যদিকে, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল সুপার সুভাষ সাহা জানিয়েছেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
জেলায় চিকিৎসা পরিষেবা ঘিরে বামেদের এই আন্দোলনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। শহরবাসীরও একাংশের প্রশ্ন—পুরুলিয়া সদর ক্যাম্পাসে চিকিৎসা পরিষেবা বন্ধ হলে, শহরের সাধারণ মানুষ কোথায় যাবে?










Post Comment