insta logo
Loading ...
×

কোটশিলায় আদিবাসী কুড়মি সমাজের কর্মসূচি থেকে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন মূল মানতা

কোটশিলায় আদিবাসী কুড়মি সমাজের কর্মসূচি থেকে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন মূল মানতা

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

পুলিশ নাকি কুড়মি সমাজের নেতা-কর্মী-সমর্থকদের সভাস্থলে আসার সোজা রাস্তা ব্যবহার করতে দেয়নি। সেই কারণেই কোটশিলা থানায় স্মারকলিপি দিল না কুড়মি সমাজ। করল বয়কট। বুধবারের কুড়মি কর্মসূচির তাল কাটল বৃষ্টি। জমায়েতও জমল না। আর উৎসাহও ছিলো না তেমন। ফলে গরুখুঁটা, কাড়াখুঁটাও সেভাবে জমেনি।

২০ সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজের ডাকে রেল টেকাকে বেআইনি বলেছিল আদালত। বলেছিল পুলিশকে ব্যবস্থা নিতে। তখনই পুলিশের বিরুদ্ধে উঠেছিল সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। আর আদালতের নির্দেশ অমান্য করে রেল অবরোধ করতে গিয়ে পুলিশের বাধার মুখে কুড়মিরা। আক্রান্ত হয় পুলিশ। গ্রেফতার হয় ৫১ জন। প্রথমে ৫ জন৷ পরে ৪৬ জন ২৪ অক্টোবর জামিন পান। আর তারপরই আদিবাসী কুড়মি সমাজের মূল নেতা অজিত প্রসাদ মাহাতো ২৯ তারিখ কোটশিলায় এই কর্মসূচির ডাক দেন।

থানায় ডেপুটেশন, র‍্যালি, জনসভা এবং গরুখুঁটা কাড়াখুঁটা এই ছিল কর্মসূচি। লোকসংখ্যা বেঁধে দিয়েছিল হাইকোর্ট। শর্ত ছিল এক হাজারের বেশি জমায়েত করা যাবে না। বুধবার পুরুলিয়ার কোটশিলা কলেজ সংলগ্ন ময়দানে বৃষ্টি হয়ে গেল ভিলেন। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো বলেন, “বৃষ্টির মধ্যেও যা ভিড় হয়েছিল তা কম নয়।”

পুলিশ অবশ্য বলছে কুড়মি সমাজ নিজেরাই ডেপুটেশন দিতে চেয়েছিল, পুলিশ তাদের ডাকেনি। তাহলে বয়কট কীভাবে হয়?

Post Comment