নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কাকদ্বীপে হিন্দু দেবদেবীর প্রতি অবমাননার ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে পুরুলিয়াও। বুধবার পুরুলিয়া শহরে প্রতিবাদে সামিল হলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, রাজ্যে ধারাবাহিকভাবে হিন্দু ধর্মবিশ্বাসকে অপমান করা হচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।
বুধবার সকালে সংগঠনের কর্মীরা হাতে ব্যানার নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরুলিয়া শহর। পরে মিছিল পৌঁছায় জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে পুলিশ মিছিল আটকায়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় প্রতিবাদ কর্মসূচি।
সংগঠনের সদস্যদের দাবি, হিন্দু দেবদেবীদের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের সদস্য হেমন্ত সিনহা বলেন,
“রাজ্যের বিভিন্ন জায়গায় বারবার হিন্দু দেবদেবীদের অপমান করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।”











Post Comment