insta logo
Loading ...
×

মোন্থার প্রভাবে কেমন বৃষ্টি পুরুলিয়ায়

মোন্থার প্রভাবে কেমন বৃষ্টি পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’। মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে (অস্থায়ী দমকা হাওয়া ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত) প্রবল ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার আশঙ্কা। ফলে রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্কতা।

মৎস্যজীবীদের ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টির পরোক্ষ প্রভাবে ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের ২ অথবা ৩ তারিখ থেকে রাজ্যের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে।

এদিকে সোমবার পুরুলিয়ায় বৃষ্টি হয়নি। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনভর গরমের দাপট ছিল বজায়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে জেলার কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Post Comment