নিজস্ব প্রতিনিধি , মানবাজার : বিশালাকার অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার মানবাজারের পিয়ালশোল গ্রামে। সোমবার অজগরকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। তা হবে নাই বা কেন? বিশালাকৃতির ওই অজগরের পেট ফুলে যে কলাগাছ! যাকে ঘিরে হৈ চৈ বেধে যায় গ্রামে। গ্রামবাসীরা তো আতঙ্কে ভুগতে থাকেন ওই,অজগরের পেটে রয়েছে কি? অজগরটা গিলে ফেলেনি তো কোন শিশুকে! গ্রামের লোকেরা নিজেদের বাড়ির বাচ্চার খোঁজ খবর শুরু করে দেন । এরপরেই খবর যায় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে ওই রক পাইথনটির পেট থেকে বের করে একটি বুনো খরগোশকে। এরপর কিছুটা স্বস্তি পান গ্রামবাসীরা।
বনদপ্তর সূত্রে খবর, বিশাল আকৃতির ওই অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। ওজন আনুমানিক ১৫ কেজি।

অজগরের পেটে কি? শোরগোল মানবাজারে!
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment