insta logo
Loading ...
×

বিজেপির প্রতিবাদে উত্তাল পুরুলিয়াও, কী বললেন বিধায়ক?

বিজেপির প্রতিবাদে উত্তাল পুরুলিয়াও, কী বললেন বিধায়ক?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর ও অবমাননার ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন।

চকবাজার কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। হাতে ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা নিয়ে একাধিক বিজেপি নেতা-কর্মী “দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি”-তে সরব হন। মিছিল শহরের প্রধান অংশ পরিক্রমা করে শেষে পুরুলিয়া সদর থানার সামনে গিয়ে থামে। সেখানে থানা গেটের বাইরে চলতে থাকে স্লোগান ও বিক্ষোভ।

বিজেপি কর্মীরা অভিযোগ করেন, “রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে হিন্দু ধর্মবিশ্বাসে আঘাত হানার চেষ্টা চলছে, অথচ প্রশাসন নীরব।” তাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ একাধিক মণ্ডল ও যুব মোর্চার নেতারা।

পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ” ১৯৪৬ সালের ১৬ আগস্টের কলকাতা দেখেছে বাঙালি। পশ্চিমবঙ্গকে ফের আরেকবার ওইদিকেই ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ হিন্দুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একজনকে সাজিয়ে গুজিয়ে গ্রেফতার করা হয়েছে।”

Post Comment