নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুর। তার প্রতিবাদে আন্দোলন রুখতে মা কালীর ভগ্ন মূর্তিকে প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে গেল পুলিশ। এমন অভিযোগ তুলে পুরুলিয়া শহরে প্রতিবাদে নামলো হিন্দু সমাজ। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের চকবাজার কালী মন্দিরে জড়ো হন তাঁরা। সেখান থেকে মিছিল করে আসেন পুরুলিয়া সদর থানার সামনে। সেখানেও প্রদর্শন করা হয় বিক্ষোভ। হিন্দু সংগঠনগুলির পক্ষে সুরজ শর্মা বলেছেন, “যেভাবে মা কালীকে গ্রেফতার করল পুলিশ তা অত্যন্ত নিন্দনীয়। সারা রাজ্য জুড়ে এর প্রতিবাদ চলছে। পুরুলিয়া শহরেও প্রতিবাদ আয়োজিত হয়।











Post Comment