নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝালদায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা থানার পাটঝালদায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলে পৌছাতেই দুর্গন্ধ পান। তারা গিয়ে দেখেন একটি মৃতদেহ পড়ে আছে। তারপরেই খবর দেওয়া হয় ঝালদা থানায় । খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ। পাশাপশি মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।










Post Comment