নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
গোয়ায় কাজ করতে গিয়ে উড়িষ্যার কটকে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার মানবাজার মহকুমায়। মানবাজার থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা, মৃতের নাম রমেশ মাঝি (২৬)। রবিবার রাতেই তার দেহ উদ্ধার হয় উড়িষ্যার শালিপুর থানার অন্তর্গত এক কুয়ো থেকে। সোমবার ভোরে দেহ পৌঁছালে শোকে ভেঙে পড়ে গোটা প্রতাপপুর গ্রাম।
কালীপুজো উপলক্ষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রমেশ মাঝি গত এক বছর ধরে গোয়ায় এক ঠিকাদারি সংস্থায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর আর যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিজনরা।
পরিবারের দাবি, রমেশের মৃত্যু স্বাভাবিক নয় — তাকে খুন করা হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার সকালেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত উড়িষ্যা সরকারের বিরুদ্ধে ‘অবহেলার রাজনীতি’র অভিযোগ তুলে মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল কর্মী-সমর্থকেরা।
দেহ নিয়ে গ্রামে পৌঁছান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব লোচন সরেন, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান ও ঘটনার পূর্ণ তদন্তের দাবি তোলেন।
এই ঘটনাকে ঘিরে রাজনীতির পারদ ক্রমেই বাড়ছে পুরুলিয়ায়। আগামী শনিবার মানবাজারে এই ঘটনার প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।











Post Comment