নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোরে মান থানার বিশরী এলাকায়। জানা গেছে, ঘরের ভেতর দরজা বন্ধ অবস্থায় সমীর কুমার মাহাতো (২৯) নামে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মানবাজার হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দুপুর একটা নাগাদ ময়নাতদন্তের জন্য দেহটি হাতোয়াড়া হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবক ফিনান্সে দুটি গাড়ি কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে ইএমআই পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ভুগছিলেন। ওই আর্থিক সমস্যার জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








Post Comment