পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:
পাঞ্জাবী গায়ে দিয়ে মহাঅষ্টমীতে অঞ্জলী দেবেন তো? তাহলে আর দেরি কিসের? চটজলদি কিনে ফেলুন ট্রেন্ডিং পাঞ্জাবী!
এবার পুরুলিয়ায় পাঞ্জাবিতে বেশকিছু ট্রেনডিং চলছে। যেমন ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডলুমের কাজ, মা দুর্গার ছবি দেওয়া বিশেষ পাঞ্জাবী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আপনিই বা বাদ থাকবেন কেন? শহর পুরুলিয়ার চকবাজারের পাঞ্জাবি দোকানের বিক্রেতা মনোজকুমার গুপ্তা বলেন, “পুজোর সময় বেশ কয়েক বছর আগে পাঞ্জাবি বিক্রি কমে গিয়েছিল। এখন আবার ভালো বিক্রি হচ্ছে। এবারও পাঞ্জাবির কেনাকাটা যথেষ্ট ভালো পুরুলিয়ার মতো প্রান্তিক জেলাতেও। নানান কারুকাজের পাঞ্জাবী রয়েছে।
মা দুর্গার ছবি দেওয়া পাঞ্জাবি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।” ৬০০ থেকে ২০০০ পর্যন্ত নজরকাড়া পাঞ্জাবী মিলছে শহর পুরুলিয়ার বিভিন্ন বিপনীতে। যা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। পাঞ্জাবির গায়ে এমন সব অলঙ্করণ!
তবে শুধু মহাঅষ্টমীতে নয়। বিজয়া দশমীতেও গায়ে পাঞ্জাবী দিয়ে আনন্দ উপভোগ করার চল রয়েছে। আসলে বাংলা নববর্ষের পাশাপাশি পুজোর এই দুটো দিনে বাঙালি যেন নিজেকে ষোলোআনা বাঙালিয়ানায় নিজেকে তুলে ধরতে চান। তাই ট্রাডিশনাল পাঞ্জাবীও রয়েছে। তবে পুরুলিয়ার বাজারে এর দাম একটু বেশি। প্রায় দেড় হাজার থেকে শুরু। চাইলে আপনি অনলাইনেও আনাতে পারেন।
Post Comment