insta logo
Loading ...
×

বিজয়া সম্মেলনে বিজয়ের ছক, বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে তৃণমূলে যোগদান

বিজয়া সম্মেলনে বিজয়ের ছক, বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে তৃণমূলে যোগদান

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কোথাও তরুণ মুখ দেবাংশু, কোথাও রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আবার কোথাও মন্ত্রী শ্রীকান্ত মাহাতো কিংবা পুরুলিয়ার ঘরের মেয়ে, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু— একের পর এক নেতা-নেত্রীর উপস্থিতিতে বিজয়া সম্মেলনের মঞ্চ হয়ে উঠছে তৃণমূলের নতুন শক্তি প্রদর্শনের ক্ষেত্র। আড়শা থেকে বরাবাজার, ঝালদা থেকে রঘুনাথপুর, মানবাজার থেকে হুড়া— বদলাচ্ছে শুধু মঞ্চ, কিন্তু দৃশ্য এক, বিরোধী শিবিরে ফাটল ধরাচ্ছে ঘাসফুল শিবির।

বাঘমুন্ডি, ঝালদা–১ এবং ঝালদা পুরসভার তিনটি অনুষ্ঠানে বিজেপি-সহ একাধিক রাজনৈতিক দল থেকে প্রায় ১৫০ জন নেতা-কর্মী এবং ৩০টি পরিবার তৃণমূলে যোগ দেন। এই যোগদান করান স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা সভাপতি রাজীবলোচন সরেন, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার-সহ অন্যান্য নেতৃত্ব।

তৃণমূল সূত্রে খবর, বাঘমুন্ডি ব্লকে বিজেপি ও কংগ্রেস মিলিয়ে প্রায় ১০০ জন, ঝালদা–১ ব্লকে সিপিএম-সহ বিভিন্ন দলের ৩০টি পরিবার, আর ঝালদা পুরসভার এলাকায় বজরঙ দল ও বিজেপি মিলিয়ে আরও ৫০ জন কর্মী যোগ দেন শাসক দলে।

একই চিত্র বুধবারেও। ঝালদার ইলু-জারগো অঞ্চলে কংগ্রেস নেতা সন্তোষ মাহাতো-সহ ৩০টি পরিবার যোগ দেন তৃণমূলে। সাঁতুড়ি ব্লকে বিজেপি ও বামফ্রন্ট থেকে প্রায় ৫০ জন কর্মী সমর্থক ঘাসফুল পতাকা হাতে নেন। রঘুনাথপুর–১ ব্লকের বাবুগ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন শক্তিকেন্দ্রপ্রধান শান্তশিব মুখোপাধ্যায়, খাজুরা পঞ্চায়েতের সেনেড়া বুথের নির্দল সদস্য সাধনা মাজীও দলবদল করেন।

এছাড়া মানবাজার–১, পুঞ্চা ও হুড়া ব্লকেও বুধবার বিজয়া সম্মেলন আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রমুখ। প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “মানবাজার বিধানসভা এলাকায় প্রায় ২০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী ভোটের আগেই আরও অনেকে আসবেন।”

তৃণমূলের এক জেলা নেতা বলেন, “বিজয়া সম্মেলনের মঞ্চ এবার কেবল উৎসব নয়, তৃণমূলের সংগঠন বাড়ানোর মঞ্চও হয়ে উঠেছে।”

Post Comment