insta logo
Loading ...
×

বর্ষা বিদায়ে শীতের আগমনী, প্রকট হবে হিমের দাপট

বর্ষা বিদায়ে শীতের আগমনী, প্রকট হবে হিমের দাপট

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আনুষ্ঠানিকভাবে সোমবারই দক্ষিণবঙ্গে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন পশ্চিমাঞ্চলের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এ বার কালীপুজো কাটবে মেঘমুক্ত, নির্মল আকাশে। আলোর উৎসব দীপাবলি হবে একেবারে আলোয় ঝলমলে।

বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই জেলায় শুরু হয়েছে শীতের আগমনবার্তা। আবহবিদরা জানাচ্ছেন, এ বছর প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের কারণে পশ্চিমাঞ্চলে বিশেষত পুরুলিয়ায় শীতের দাপট আগের চেয়ে বেশি অনুভূত হবে। প্রতি বছরই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বর-জানুয়ারিতে ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। অনেক দিন সেই মাত্রাতেই স্থায়ী থাকে। এমনকি ৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করা বা ৪ ডিগ্রিতে নেমে যাওয়া তাপমাত্রার উদাহরণও রয়েছে পুরুলিয়ার আবহাওয়ার ইতিহাসে।

গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত শূন্য। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি। ফলে সকাল ও রাতের হাওয়ায় ইতিমধ্যেই হালকা শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। আবহবিদদের পূর্বাভাস, অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শীত আরও প্রকট আকার নেবে।

Post Comment