insta logo
Loading ...
×

ঝালদার মঞ্চে মিটে গেল গোষ্ঠী কোন্দল? সুশান্তের সুরে মিলল তৃণমূল?

ঝালদার মঞ্চে মিটে গেল গোষ্ঠী কোন্দল? সুশান্তের সুরে মিলল তৃণমূল?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

গোষ্ঠী কোন্দলে দীর্ণ ঝালদায় তৃণমূলের বিবদমান সব পক্ষকে কি অবশেষে এক ছাতার তলায় আনতে পারলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো? সোমবারের ঝালদা বিজয়া সম্মিলনীর মঞ্চেই যেন তার প্রমাণ মিলল। ঝালদা পুর শহরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বহুদিনের পুরনো ও বাংলা জুড়ে পরিচিত। কিন্তু এদিনের কর্মসূচিতে সেই কলহের ছিটেফোঁটাও চোখে পড়েনি।
সভামঞ্চে ছিলেন ঝালদা পুরপ্রধান সুরেশ আগরওয়াল, উপ পুরপ্রধান সুদীপ কর্মকার, ঝালদা শহর তৃণমূল সভাপতি সোমনাথ কর্মকার প্রমুখ। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

২০২৪-এর লোকসভা ভোটে ঝালদা পুর এলাকায় ভরাডুবি ঘটেছিল তৃণমূলের। পুরসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দল। নানা জোট-তত্ত্বের অঙ্ক কষে পুরসভার কুর্সি দখল করেছিল তৃণমূল। মাঝেমাঝেই বদল হয়েছে পুরপ্রধানের চেয়ার। সেই দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়েছে শীর্ষ নেতৃত্বকে। তাই সোমবারের এই বিজয়া সম্মিলনীকে তাৎপর্যপূর্ণ বলছেন পর্যবেক্ষকরা।
এদিন বিজয়া সম্মিলনীতে উপস্থিত রাজ্যের শ্রম, আইন ও বিচারবিভাগীয় মন্ত্রী মলয় ঘটক বলেন, “শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই অত্যাচারিত হচ্ছেন বাঙালিরা। বিজেপির এই কাজকে সমগ্র দেশের মানুষ ভালো চোখে দেখছেন না। বিজেপি বিভেদ সৃষ্টিকারী, ধাপ্পাবাজদের সরকার।” রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির উল্লেখ করে তিনি বলেন, “লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা দেখে দেশের কয়েকটি রাজ্য আলাদা নামে সেই প্রকল্পের অনুকরণ করতে বাধ্য হয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো— যাঁর উদ্যোগেই ঝালদার এই পুরনো দ্বন্দ্ব প্রশমিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তৃণমূল সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ।

দ্বন্দ্ব মিটেছে কি না, সে বিষয়ে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, “কার মনে কী আছে, তা আগাম বলা যায় না। সামনে বিধানসভা ভোট। ঝালদা পুর শহর বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত। এটা কোনও ওয়ার্ডের ভোট নয়, যেখানে একক ক্যারিশ্মায় জয় পাওয়া যায়। দলের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়লে, গতবারের মতো এবারও এই আসনে আমরা জিতব।”

Post Comment