insta logo
Loading ...
×

ডায়রিয়া? আতঙ্ক কাটাতে মানবাজারের গ্রামে স্বাস্থ্য শিবির

ডায়রিয়া? আতঙ্ক কাটাতে মানবাজারের গ্রামে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

ডায়রিয়ার উপসর্গ নিয়ে আক্রান্ত কয়েকজনের মধ্যে দু’জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ধবনী গ্রামে। দুর্গাপুজোর আগে থেকেই গ্রামের কয়েকজন পেট ব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। আক্রান্তদের মধ্যে দু’জনকে বাঁকুড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ঘটনাস্থলে যান অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) মহুয়া মাহান্তি-সহ জেলা স্বাস্থ্য দফতরের একটি দল। তাঁরা আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গোটা এলাকা ঘুরে দেখেন। প্রাথমিক পর্যবেক্ষণে ডায়রিয়ার নমুনা না মেলায় এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে মৃত্যু ডায়রিয়াজনিত কি না।

পরিস্থিতি সামাল দিতে শুক্রবার ধবনী গ্রামে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মানবাজার ১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক মৃণাল সিং সর্দার জানান, “একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ডায়রিয়ার কোনও নমুনা পাওয়া যায়নি। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”

অন্যদিকে, মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে না আসায় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবু গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুজোর সময় গ্রামে জল সরবরাহে সমস্যা হয়েছিল। সেই জল থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment