নিজস্ব প্রতিনিধি ,ঝালদা : ব্ল্যাকবোর্ড নয়, নয় শ্রেণিকক্ষের কোন আসবাব বা শিখন সহায়ক সরঞ্জাম। আস্ত শ্রেণিকক্ষ গড়ে দিয়ে পড়ুয়াদের পুজোর উপহার দিলেন পুরুলিয়ার ঝালদার পুরপ্রধান।পুরুলিয়া শহরের বুকে মারওয়াড়ি পঞ্চায়েত পরিচালিত একটি বেসরকারি স্কুলে শ্রেণিকক্ষের প্রয়োজন ছিল। ঝালদার তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়ালের কানে বিষয়টি যেতেই তিনি তাঁর প্রয়াতা স্ত্রী সুনিতা দেবীর নামে শ্রেণিকক্ষ গড়ে দিলেন। স্মৃতি রক্ষার এ হেন গুরুত্বপূর্ণ মাধ্যম যে হতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করলেন সুরেশ বাবু। নতুন শ্রেণিকক্ষের দ্বারোদঘাটন করে এক নতুন দিশার সূচনা করলেন তিনি। সুরেশ আগরওয়াল বলেন, ” স্কুল কর্তৃপক্ষ আমাকে শ্রেণিকক্ষ গড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছিল। সেকারণেই পড়ুয়াদের সুবিধার জন্য শ্রেণিকক্ষ তৈরি করে দেওয়া হয়েছে। আমার প্রয়াতা স্ত্রীর স্মৃতিতে এই শ্রেণিকক্ষ গড়ে দেওয়া হলো। “
Post Comment