insta logo
Loading ...
×

চাষির খেতে লবণ ঢেলে ক্ষতি হাজার হাজার টাকা, ঝালদায় চাঞ্চল্য

চাষির খেতে লবণ ঢেলে ক্ষতি হাজার হাজার টাকা, ঝালদায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

সামান্য জমি নিয়ে প্রতিবেশী দ্বন্দ্ব এবার চরমে উঠল। অভিযোগ, নুন ঢেলে লঙ্কা ও কপি চারা নষ্ট করে দেওয়া হয়েছে এক পরিশ্রমী চাষির। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার কুশি গ্রামে। স্থানীয় কৃষক হিমাংশু কুইরী জানান, দীর্ঘদিন ধরে গ্রামের মাঠে তিনি নিজের চেষ্টায় লঙ্কা ও কপি চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে মাঠে গিয়ে দেখেন সমস্ত চারা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

হিমাংশু বাবুর অভিযোগ, পূর্ব আক্রোশের জেরে এক প্রতিবেশী ইচ্ছে করে লবন ঢেলে তাঁর পরিশ্রমের ফল নষ্ট করে দিয়েছে। এতে প্রায় দশ হাজার টাকার ক্ষতি হয়েছে তাঁর।

ঘটনার পরেই তিনি ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

Post Comment