insta logo
Loading ...
×

টেরাকোটার শিল্প সুষমায় বাংলা যেন ঝালদায়

টেরাকোটার শিল্প সুষমায় বাংলা যেন ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

পুরুলিয়ার পশ্চিম প্রান্তের ঝালদা আর মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুর যেন মিশে গেল পোড়ামাটির শিল্প সুষমায়। টেরাকোটা শিল্পের অপরূপ সৌন্দর্য মণ্ডপ্পসজ্জায় তুলে এনেছে ঝালদা নামোপাড়া সর্বজনীন। ষষ্ঠীর সন্ধ্যায় সেই পুজোর উদ্বোধনে যেন চাঁদের হাট। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক পদস্থ আধিকারিক, এলাকার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, বর্তমান বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।

টেরাকোটার শিল্প সুষমায় ভরা মণ্ডপে পুরুলিয়ার ছৌ নাচ জমিয়ে দিয়েছিল ঝালদা নামোপাড়া সর্বজনীন পুজোর উদ্বোধনকে।

Post Comment