নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: কাপড় গলি থেকে দেশবন্ধু রোড, থিকথিক করছে ভিড়। পুজোর আগে শেষ রবিবার বলে কথা। যেন নেমেছে মানুষের সুনামি। বৃষ্টি বাধ সাধছিল পুজোর বাজারে। জমছিল না কেনাকাটা। একেবারে শেষ বেলার কেনাকাটায় দেখা গেল বাজার আজ ব্যাজার নয়।
পাঞ্জাবি কেনার আগ্রহ আজ ছিল চোখে পড়ার মতো। এবার ভোর ভোর মহাষ্টমী। অঞ্জলি দিতে পাঞ্জাবি এক অচ্ছেদ্য উপকরণ হয়ে দাঁড়িয়েছে। “দেবী দুর্গার ছবি দেওয়া পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি।” জানালেন পুরুলিয়া শহরের চকবাজারের পাঞ্জাবি দোকানের বিক্রেতা মনোজকুমার গুপ্তা। তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে পুজোয় পাঞ্জাবি বিক্রি কমে গিয়েছিল। এবার আবার ভালো বিক্রি হচ্ছে। ” পাঞ্জাবির বাজারে চাহিদা রয়েছে ডিজিটাল প্রিন্ট, হ্যান্ডলুমের কাজ, কাঁথা স্টিচ, অ্যাপ্লিকেরও। সবে মিলে পুরুলিয়ার মতো প্রান্তিক জেলাতেও পাঞ্জাবির কেনাকাটা যথেষ্ট ভালো।
ভিড় জমেছে রূপচর্চার সামগ্রীর দোকানে। জাঙ্ক জুয়েলারি তো আছেই। নানা রকম জুয়েলারিতে নজর কেড়েছে দুর্গার মুখের ছবি দেওয়া হার। এই হারের চাহিদা তুঙ্গে।শহর পুরুলিয়ার এক জুয়েলারি দোকানের মালিক প্রসেনজিৎ দাস কর্মকার বলেন, “এই ধরনের জুয়েলারি ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত রয়েছে। দুর্গার মূর্তি দিয়ে হারের এখন চাহিদা বেশি। “
স্যালোন আর পার্লারগুলিতে তো তিল ধারণ করার জায়গা নেই। চলছে মেয়েদের কেশ চর্চা থেকে রূপটানের হরেক কাজ। মৃন্ময়ীর পাশাপাশি জ্যান্ত দুর্গাদের সাজানোও তো কম নয়। আর শাড়ির দোকান? সেখানেও জ্যাম প্যাক ভিড়। পুরুলিয়ার বাজারে এবার সুপারহিট কটন সিল্ক, অপেরা সিল, কোরা সিল্ক, মটকা সিল্ক। এছাড়া ধ্রুপদি শাড়ি বিক্রি কম নয়। পুরুলিয়া সিটি সেন্টারের একটি নাম করা শাড়ি বিপণীর ম্যানেজার রুদ্রনারায়ণ পান্ডের বলছেন, ” প্রথম দিকে টান থাকলেও শেষবেলায় প্রচুর কেনাকাটা হয়েছে। ধ্রুপদি শাড়িও বেশ ভালো বিক্রি হয়েছে এবার।”
শেষ রবিবার নেমেছে মানুষের ঢল, বাজার আজ ব্যাজার নয়
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment