insta logo
Loading ...
×

পুজোর মুখে ঘন মেঘ, ঝরোঝরো বৃষ্টিতে ভিজল পুরুলিয়া

পুজোর মুখে ঘন মেঘ, ঝরোঝরো বৃষ্টিতে ভিজল পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ আজ শনিবার সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। ফলে ওড়িশা, অন্ধপ্রদেশে তুমুল দুর্যোগের সম্ভাবনা। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী বর্ষণ হতে পারে। প্রভাব থাকবে পুরুলিয়াতেও।

পুজোর মুখে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের দাপট অব্যাহত। শুক্রবার পুরুলিয়ায় তার স্পষ্ট ছাপ মিলল। জেলার বিভিন্ন প্রান্তে সারাদিন ঝরঝরে বৃষ্টি নামল। কোথাও প্রবল, কোথাও টানা। সামগ্রিক হিসাবে জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩৪.১৫ মিমি— গত কয়েক দিনের তুলনায় বহুগুণ বেশি।

সবচেয়ে বেশি ভিজেছে ঝালদা। সেখানে রেকর্ড হয়েছে ৭৫.৬ মিমি বৃষ্টি। জয়পুরেও নামল প্রবল বর্ষণ— ৬২.২ মিমি। বলরামপুরে ৩৬.২ মিমি, মানবাজারে ৩৫ মিমি, পাড়ায় ৩১.৬ মিমি, কাশিপুরে ৪০.৪ মিমি, বরাবাজারে ৪৬.২ মিমি বৃষ্টি হয়েছে। হাতোয়াড়ায় ২৬.৬ মিমি, বাঘমুণ্ডিতে ২৭.৬ মিমি, নিতুড়িয়ায় ১৯.৪ মিমি, হুড়ায় ১৭.৪ মিমি, পুঞ্চায় ১৫.৪ মিমি, সাঁতুড়িতে ১০.৪ মিমি বৃষ্টি হয়েছে।

তবে এর মধ্যেই ভ্যাপসা অস্বস্তি জারি। শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে বৃষ্টির সঙ্গেও গরম-আর্দ্রতার হাত ধরে বেড়েছে গুমোট ভাব বহাল থেকেছে।

হাওয়া অফিস ইতিমধ্যেই সতর্ক করেছে, নিম্নচাপের জেরে নবমী-দশমী থেকে আরও বৃষ্টির জোর বাড়তে পারে। ফলে পুজোর আনন্দে কতটা ভিজবে পুরুলিয়া, তা নিয়েই এখন উদ্বেগ।

Post Comment