insta logo
Loading ...
×

বলরামপুরে স্নান করতে গিয়ে ত*লিয়ে গেল যুবক

বলরামপুরে স্নান করতে গিয়ে ত*লিয়ে গেল যুবক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল এক যুবক। বৃহস্পতিবার দুপুরে বলরামপুর থানার নেকড়ে গ্রামে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। প্রায় ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সকাল আটটা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পুকুর থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।

মৃত যুবকের নাম অর্ধেন্দু পান্ডা। বৃহস্পতিবার দুপুরে গ্রামের পুকুরে স্নান করতে নেমেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী এক কিশোর জানিয়েছে, হঠাৎই অর্ধেন্দু জলের তলায় তলিয়ে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পুকুরপাড় থেকে উদ্ধার করে যুবকের পরনের কাপড়, মোবাইল ফোন ও পায়ের চটি। বিকেল চারটে নাগাদ নিখোঁজ যুবকের খোঁজে জেলেদের নামিয়ে তল্লাশি চালানো হলেও গভীর জল আর সন্ধ্যা নামায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়। এরপরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

শুক্রবার সকাল সাতটা নাগাদ বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুকুরের জলে মিলল অর্ধেন্দুর দেহ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলরামপুর থানার পুলিশ।

উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় পুকুরপাড়ে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে আজই।

Post Comment