insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বৃষ্টির নতুন ছবিতে নিম্নচাপের ছাপ

পুরুলিয়ায় বৃষ্টির নতুন ছবিতে নিম্নচাপের ছাপ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি আরও স্পষ্ট। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে পুরুলিয়ার ছবিটা বুধবার ছিল একেবারেই বৈচিত্র্যময়। কোথাও প্রবল বৃষ্টি, কোথাও আবার কার্যত শুকনো দিন।

জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৬.৮৮ মিমি। সবচেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে নিতুড়িয়ায়। এক লাফে ৫৪ মিমি। দ্বিতীয় স্থানে পাড়া, সেখানে বৃষ্টি হয়েছে ১৪.২ মিমি। সাঁতুড়িতেও নেমেছে ভাল বৃষ্টি, ১৩ মিমি। বলরামপুরে ৩.১ মিমি, পুঞ্চায় ৩ মিমি, ঝালদায় ১.৩ মিমি, হাতোয়াড়ায় ০.৮ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে তাপমাত্রা কিন্তু বাড়ছে। বুধবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি সাধারণ মানুষকে তেমন আরাম দিতে পারেনি।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ষষ্ঠীর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে আসন্ন দিনগুলোতে দক্ষিণবঙ্গের মতো পুরুলিয়াতেও বৃষ্টি আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস।

Post Comment