insta logo
Loading ...
×

পুজোর ভিড়ে ভোগান্তি এড়াতে পুরুলিয়া শহরে গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা

পুজোর ভিড়ে ভোগান্তি এড়াতে পুরুলিয়া শহরে গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

দুর্গাপুজোর দিনগুলোয় যাতে ভিড়ে বিশৃঙ্খলা না তৈরি হয়, দুর্ঘটনা এড়ানো যায় এবং শহরবাসীর অসুবিধা না হয়, তার জন্য এবার পুরুলিয়া শহরে মালবাহী গাড়ির চলাচলে কড়াকড়ি জারি করল জেলা প্রশাসন। জেলা শাসক ড. রজত নন্দা মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী এবং পুজো কার্নিভালের দিন পর্যন্ত নির্দিষ্ট সময়ে পুরুলিয়া শহর ও পুরুলিয়া পৌর এলাকার রাস্তায় মালবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

জেলা পুলিশ সুপারের সুপারিশে জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল নামবে। এই সময়ে ভারী গাড়ির চলাচল দুর্ঘটনা ঘটাতে পারে, যানজটও বাড়াতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে গণপরিবহণের বাস ও জরুরি পরিষেবার গাড়ির উপর এই নিয়ম প্রযোজ্য হবে না।

সূচি অনুযায়ী, ষষ্ঠীর দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত মালবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে। সপ্তমীর দিন ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে পরের দিন রাত ১টা পর্যন্ত, অষ্টমীর দিন ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে রাত ৩টে পর্যন্ত, নবমীতে ১ অক্টোবর বিকেল ৩টে থেকে ভোর ৪টে পর্যন্ত, দশমীর দিন ২ অক্টোবর বিকেল ৩টে থেকে রাত ২টো পর্যন্ত এবং পুজো কার্নিভালের দিন ৪ অক্টোবর বিকেল ৩টে থেকে রা ২টো পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জেলা শাসকের দপ্তর থেকে ইতিমধ্যেই পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা এলাকাগুলিকে ব্যাপক প্রচার ও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের আশা, এই কড়াকড়ির ফলে এবার পুজোয় শহরবাসী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারবেন।

Post Comment