নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
গাঁজা পাচারের ঘটনায় চারজন পাচারকারীকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পুরুলিয়া জেলা আদালত। বুধবার এডিজে থার্ড কোর্টের বিচারপতি অম্বরিশ ঘোষ ওই রায় ঘোষণা করেন। পাশাপাশি চারজনকে ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাসের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এসটিএফের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, সাজাপ্রাপ্ত চারজন হলেন হৃদয়নন্দ ভারতী, পঙ্কজ সিং, কামেন্দ্র সিং এবং শিব গোবিন্দ সিং। এদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা, একজন ঝাড়খণ্ডের এবং একজন এ রাজ্যের কুলটির বাসিন্দা।
২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি ঝালদা থানার এলাকায় গাঁজা পাচারের সময় এসটিএফের হাতে ধরা পড়ে চারজন। সূত্রের খবর, মোট ৩৬৮.৪৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল। দুটি গাড়ি ব্যবহার করে ওড়িশা থেকে গাঁজা আনা হচ্ছিল। একটি ছোট যাত্রীবাহী গাড়িতে প্রায় ৪০ কেজি গাঁজা লুকোনো ছিল, আরেকটি মালবাহী ছোট চারচাকা গাড়ির গোপন চেম্বারে রাখা ছিল বাকি বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পান এসটিএফ আধিকারিকরা।
সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে মঙ্গলবার চারজনকেই দোষী সাব্যস্ত করা হয়। তার পরদিন, বুধবার আদালত সাজা ঘোষণা করে।
Post Comment