দেবীলাল মাহাত, আড়শা:
ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছিলেন আড়শার আই টি বি পি জওয়ান বিশ্বরূপ মাহাত । সেই শহীদের স্মৃতিতে তার নামে রাস্তার নামকরণ হল আড়শায়। মঙ্গলবার , এক অনুষ্ঠানের মাধ্যমে কাঁটাডি মোড় থেকে শুকলাড়া পর্যন্ত ছয় কিমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত রাস্তার নামকরণ করা হল ‘শহীদ বিশ্বরূপ মাহাতো রোড’। বসেছে বোর্ড। তার নামে নামকরণ হওয়ায় খুশি পরিবার সহ আড়শার মানুষ।
আড়শা থানার পুয়াড়া গ্রাম পঞ্চায়েতের খুকড়ামুড়া গ্রামের বাসিন্দা ছিলেন শহীদ বিশ্বরূপ মাহাত। ২০১৯ সালের ৪ ডিসেম্বর, ছত্তিশগড়ে কর্মরত অবস্থায় বিশেষ অভিযানে গিয়ে মাওবাদীদের গুলিতে প্রাণ হারান তিনি।

শহীদের বাবা ভীম মাহাত বলেন, “প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। ছেলের নামে রাস্তার নামকরণ হওয়াতে ভালো লাগছে।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহীদের নামে রাস্তার নামকরণ বিষয়ে ভারত সরকার থেকে জেলা শাসকের দপ্তরে প্রস্তাব আসে । সেখান থেকে নির্দেশ পেয়ে আড়শা ব্লক, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মিলিত উদ্যোগে শহীদের নামে রাস্তার নামকরণ করতে উদ্যোগ নেওয়া হয় ।
খুকড়ামুড়া গ্রামের বাসিন্দা হরেকৃষ্ণ মাহাত,রাজপতি গ্রামের বাসিন্দা ভগতু সহিস জানান, ” তার সম্মানে রাস্তার নামকরণ হওয়াতে আমরা সকলেই খুশি।”
এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঁচি ৪০ নং ব্যাটেলিয়ন আইটিবিপি-র স্টেট কমান্ডার জগদীশচন্দ্র শর্মা । আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেট্যা,পুয়াড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুদীপ লায়া, শহীদের বাবা ভীম মাহাতো এবং বিশিষ্ট সমাজসেবী সুষেণ মাঝি সহ স্থানীয় বাসিন্দারা।
Post Comment