insta logo
Loading ...
×

“গুলি মা.র! কাকে আইন শেখাচ্ছে?” কুড়মি- পুলিশ ধ্বস্তাধস্তি

“গুলি মা.র! কাকে আইন শেখাচ্ছে?” কুড়মি- পুলিশ ধ্বস্তাধস্তি

সুজয় দত্ত, কোটশিলা :

অনির্দিষ্টকালীন কুড়মিদের রেল ও রাস্তা অবরোধ হুমকির মধ্যেই পুলিশের সঙ্গে
বচসা, ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে গেলেন কুড়মি সমাজের মানুষজন। পুরুলিয়ার কোটশিলার জিউদারু গ্রামে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কুড়মি কর্মী- সমর্থকদের অভিযোগ, পুলিশ গ্রামে এসে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। তারা রেল ও সড়ক অবরোধ না করে হাইকোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
তারপরেও পুলিশ কেন বাধা দেবে? এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান তারা।
ভাইরাল হয়েছে এই বিতণ্ডার ভিডিও।(এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পুরুলিয়া মিরর) সেখানে এক গ্রামবাসীকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ” কাকে আইন শেখাচ্ছে! মার গুলি!” পুলিশ তাদের পিটিয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।

তবে পুরুলিয়া জেলা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এরিয়া ডমিনেশন চলছে মাত্র। এই ঘটনার পর কোটশিলায় যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post Comment