নিজস্ব প্রতিনিধি,আড়শা:
নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর নির্দেশ মেনেই যেন উৎসবের রূপ নিল আড়শার “আমাদের পাড়া, আমাদের সমাধান ” শিবির। একেবারে মডেল শিবির অনুষ্ঠিত হল আড়শায়। একই সাথে আয়োজিত হল ‘দুয়ারে সরকার’ শিবির। শনিবার ২৪৮, ২৫১,২৫২,২৫৩,২৫৪ ও ২৫৫ নং বুথ নিয়ে মডেল শিবিরটি অনুষ্ঠিত হয় আড়শা ব্লকের আড়শা হাইস্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা কিস্কু প্রমুখ। শিবিরটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ছৌনাচ ,ঝুমুর নাচের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তৈরি করা হয়েছিল ‘সেলফি পয়েন্ট ‘। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, “আজকের শিবিরকে মডেল হিসাবে গড়ে তোলা হয়েছিল। “
এদিন শিবিরে আসা মানুষজনের সাথে কথা বলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। শিবির থেকে উঠে আসা সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।











Post Comment