নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় ছিটকে পড়ল বাইক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সাঁওতালডি থানার আড্ডা গ্রামের মোড়ে। গুরুতর আহত হন ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার রাঙামাটি গ্রামের বাসিন্দা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর, মাথা ও দুই হাতে গুরুতর চোট পান জয়ন্তবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
পুলিশ ইতিমধ্যেই মোটরসাইকেলটি আটক করেছে। অজ্ঞাত গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে।
Post Comment