insta logo
Loading ...
×

মহালয়ায় বৃষ্টি? আর পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

মহালয়ায় বৃষ্টি? আর পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুজোর আর ক’টা দিন বাকি। জেলায় দুর্গাপূজার সাজসজ্জার প্রস্তুতি শুরু হলেও আবহাওয়া যেন ছন্দপতন ঘটাচ্ছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় সামান্যই বৃষ্টি হয়েছে। গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে মাত্র ১.০৩ মিলিমিটার। হাতোয়াড়ায় ৯.৬ মিলিমিটার ও ঝালদায় ৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি ১১টি স্টেশনে একফোঁটাও বৃষ্টি হয়নি।

তাপমাত্রার দিক থেকেও অস্বস্তি কমেনি। সর্বোচ্চ উঠেছে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন ২৪ ডিগ্রিতে। ফলে ভ্যাপসা গরমে দিনভর হাঁসফাঁস করেছেন জেলার মানুষ।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

আগামী শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবারও বৃষ্টি সতর্কতা আছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। এমনকি মঙ্গলবার ও বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস।

এদিকে পুজোয় কেমন থাকবে আবহাওয়া তার কোন পূর্বাভাস এখনও দেয়নি হাওয়া অফিস।

Post Comment