নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায় ঢুকে তাণ্ডব। তাণ্ডব চালালো একটি দলছুট হাতি। বৃহস্পতিবার ভোরে ঝালদা রেঞ্জের ভুরকুটাড় গ্রামে হানা দেয় হাতিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামসংলগ্ন একটি রেশন দোকানের কাঠের দরজা ভেঙে বস্তাভর্তি প্রায় পঞ্চাশ কেজি চাল গিলে ফেলে সে। এরপর দুলকি চালে কপিলা পাহাড়ে উঠে পড়ে দাঁতালটি।
ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান বনকর্মীরা। সারাদিন নজরদারিতে রাখা হলেও সন্ধ্যা নামতেই হাতিটি পাহাড় থেকে খানিকটা নেমে এসে নিখোঁজ হয়ে যায়। কপিলা পাহাড় ঝালদা শহরের স্টেশন ও পৌরসভা এলাকায় একেবারে লাগোয়া হওয়ায় বন দফতরের তরফে জারি হয়েছে বাড়তি সতর্কতা। পাহাড়টিকে ঘিরে প্রায় পাঁচটি টিম মোতায়েন করে রাখা হয়। পরে এদিন রাতে হাতিটি পাহাড় থেকে নেমে ঝালদা – রাঁচি রেল পথ ও ঝালদা – তুলিন রাজ্য সড়ক পেরিয়ে হাতিটি ঝাড়খণ্ডমুখী হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, দাঁতালটি বুধবার রাতেই ঝাড়খণ্ডের রামগড় জেলার গোলা রেঞ্জের নেমরা এলাকা থেকে কলমা বিট পেরিয়ে ঝালদায় ঢুকে পড়ে।
পুরুলিয়া বন বিভাগের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার জেলায় আরও কয়েকটি হাতির অবস্থান রয়েছে। আড়শা রেঞ্জের উপরজাড়ি মৌজায় দুটি হাতি, মাঠা ও বাঘমুন্ডি রেঞ্জের চড়কপাথর-জিলিং এলাকায় প্রায় ১৫-১৬টি হাতির বড় একটি দল এবং অযোধ্যা পাহাড়ের তেলিয়াবাসায় একটি দলছুট হাতি রয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবার পুরুলিয়ার জঙ্গলে অন্তত ২১টি হাতির গতিবিধি নথিভুক্ত হয়েছে।






Post Comment