নিজস্ব প্রতিনিধি,টামনা;
বধূ নির্যাতনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার টামনা থানা এলাকায়। টামনা থানার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির সহ্য করতে না পেরে শকুন্তলা মাহাত নামে এক গৃহবধূ তার স্বামী শ্যামাপদ মাহাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে কেন্দা থানার কুমারগাড়া গ্রাম থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামাপদ মাহাতকে বুধবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগকারিণী শকুন্তলা মাহাত পুলিশকে জানান, প্রায় ১৪ বছর আগে সামাজিকভাবে তাদের বিবাহ হয়েছিল। দাম্পত্য জীবনে বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর অত্যাচার বেড়ে যায় বলে দাবি করেছেন ওই গৃহবধূ। তার অভিযোগ, শ্যামাপদ দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিকভাবে তাকে নির্যাতন করছিল।
গত রবিবার সন্ধ্যায় অভিযুক্ত স্বামী তাকে বেধড়ক মারধর করে এবং শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়। যার ফলে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।
Post Comment