নিজস্ব প্রতিনিধি জয়পুর :
মোটর বাইকে করে চোলাই মদ পাচারের সময় এক যুবককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে জয়পুর ব্লকের রানিবাঁধের সামনে রেলগেটের কাছে তাকে ধরা হয়। পুলিশ তার কাছ থেকে একটি মোটর বাইক ও ১০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিবেক গরাঁই। তার বাড়ি আড়শা থানার কদমপুর গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর আসে আড়শার বিভিন্ন গ্রাম থেকে মোটর বাইকে করে চোলাই মদ জয়পুরে আসে । মঙ্গলবার রাতে ভাটডি গ্রামের দিক থেকে ওই যুবক জয়পুরের দিকে আসছিল। আগাম খবরের ভিত্তিতে জয়পুর রানিবাঁধের সামনে রেল গেটের কাছে তাকে থামিয়ে তল্লাশি চালানোর সময় ধৃতের কাছ থেকে একটি ব্যাগের মধ্যে থাকা ওই চোলাই মদ উদ্ধার হয়। পরে ধৃতের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জয়পুর থানার পুলিশ।
Post Comment