insta logo
Loading ...
×

পুজোর মুখে হাসি ফুটল দুঃস্থদের মুখে

পুজোর মুখে হাসি ফুটল দুঃস্থদের মুখে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: ‘ধর্ম যার যার উৎসব সবার’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান মাথায় রেখে পুরুলিয়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর কমিউনিটি হলে আয়োজিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারীর পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় মানুষদের বিতরণ করা হলো নতুন বস্ত্র। এদিন প্রায় ৮০০ মানুষকে দুর্গাপুজো উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়। পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারী বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা মোশারফ হোসেন মানুষের পাশে সর্বদাই আছেন। তাই তাঁদের অনুপ্রেরণায় আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নতুন বস্ত্র পেয়ে মানুষের মুখে যেভাবে হাসি ফুটে উঠেছে তা মনকে শান্তি দেয়।’
এদিন এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু সহ অন্যান্যরা।

Post Comment