insta logo
Loading ...
×

খড়দহ থেকে পুরুলিয়া, আগ্নেয়াস্ত্র কারবারের ছায়া, এসটিএফ হানা, ধৃত ১

খড়দহ থেকে পুরুলিয়া, আগ্নেয়াস্ত্র কারবারের ছায়া, এসটিএফ হানা, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সুদূর উত্তর ২৪ পরগনার খড়দহের বেআইনি অস্ত্র কারবারের ছায়া পুরুলিয়ায়। মঙ্গলবার সকাল থেকে পুরুলিয়ায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একই সঙ্গে শহরের দশেরবাঁধ মোড়ে বহু পুরনো একটি বন্দুকের দোকানও সিল করে দেওয়া হয়েছে। দোকানের নথিপত্র ও মজুত আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহ হওয়ায় মালকিন সুশীলা আধিয়াকে কলকাতায় তলব করেছেন তদন্তকারীরা।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ মনু ঝালদা থানার হুসেনডি গ্রামের বাসিন্দা। বর্তমানে টামনা থানার দুলমি এলাকায় ভাড়া বাড়িতে থাকত সে। তার বিরুদ্ধে ঝালদা থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। মঙ্গলবার দুলমি এলাকা থেকেই তাকে আটক করে এসটিএফ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।

গত ৪ আগস্ট খড়দহের রহড়া রিজেন্ট পার্কের এক আবাসনে হানা দিয়ে প্রচুর অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করে এসটিএফ। সেই উদ্ধার কাণ্ডের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন পুরুলিয়ায় অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, দশেরবাঁধ মোড়ের গান হাউসটির মালিক ছিলেন শেখর আধিয়া। তাঁর মৃত্যু হলে স্ত্রী সুশীলা আধিয়া দোকান চালু রাখেন। প্রথমে এক কর্মচারীকে দায়িত্ব দিলেও পরে শেখ মনুর হাতে দোকানের নিয়ন্ত্রণ চলে আসে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দোকান থেকে অস্ত্র কেনাবেচার বৈধ লাইসেন্স বহুদিন আগেই বাতিল হয়েছে। তবে সেফ কাস্টডিতে এখনও বহু বন্দুক-গুলি জমা রয়েছে।

সুশীলা আধিয়া বলেন, “স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। তাই দোকানের এক কর্মচারীর উপর ভরসা করেছিলাম। সে কী করেছে আমি জানি না। পুলিশ নথি দেখে সন্দেহ প্রকাশ করেছে। আমাকে কলকাতায় ডাকা হয়েছে।” শেখ মনুর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “ও কাঠের ব্যবসা করে, আমার ব্যবসার সঙ্গে কোনও যোগ নেই।” তবে তদন্তকারীরা বলছেন, সুশীলার বাড়িতে মনুর নিয়মিত যাতায়াত ছিল এবং তিনিই দোকানটিকে বেআইনি অস্ত্র কারবারের আখড়া বানিয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দোকানে জমা পড়া অস্ত্রের হিসেব রেজিস্টারের সঙ্গে মেলেনি। ধৃত মনুকে হেফাজতে নিয়ে অস্ত্র পাচারের এই বড় চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে এসটিএফ।

Post Comment