insta logo
Loading ...
×

মাতৃপক্ষে ঘর ফিরে পেলেন জগন্মাতা

মাতৃপক্ষে ঘর ফিরে পেলেন জগন্মাতা

নিজস্ব প্রতিনিধি, হুড়া : ইতিহাসের অস্পষ্ট কুয়াশা ছিন্ন করে মাতৃপক্ষে ঘর ফিরে পেলেন জগন্মাতা। পঞ্চকোট রাজবংশের যষ্ঠ রাজধানী কেশরগড়ের মন্দিরে ফিরল চতুর্ভুজা দেবী ভুবনেশ্বরীর মূর্তি। ১৭৯৩ সালে বর্তমান হুড়া থানার কেশরগড়ে স্থাপিত হয়েছিল পঞ্চকোট রাজবংশের যষ্ঠ রাজধানী। ১৮৩২ পর্যন্ত কেশরগড়কে রাজধানী করে রাজ্য পরিচালনা করেছিলেন পঞ্চকোট রাজারা। নির্মাণ করেছিলেন দেবী মন্দির। সাড়ম্বরে পূজিতা হতেন জগন্মাতা চতুর্ভুজা ভুবনেশ্বরী। আশপাশের গ্রামগুলোতে বংশপরম্পরায় চলে আসছিল সেই ঐতিহ্যমণ্ডিত পুজোর কাহিনি। কিন্তু পুজো বন্ধ হয়ে যায় ১৮৩৩ থেকে। রাজধানী কেশরগড় থেকে কাশিপুরে স্থানান্তরিত করে পঞ্চকোট রাজবংশ। মাতৃমূর্তিও সেখানেই স্থানান্তরিত হয়।
কিন্তু এলাকার মানুষের ভক্তি বিগ্রহহীন মন্দিরেও পুজো বন্ধ হতে দেয়নি। অনতি অতীতে পঞ্চকোট রাজ পরিবারের সদস্য কেপি সিংহদেও মন্দির সংস্কারে ব্রতী হন। দেবালয়ে যাতে দেবী ফিরে আসেন এলাকাবাসী বারবার রাজপরিবারের কাছে আর্জি জানাতে থাকেন। এবার রাজপরিবারের ঐকান্তিক সহযোগিতায় দেবীমূর্তির পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে যেন পূর্ণ হলো ইতিহাসের চক্রের ঘূর্ণন।

Post Comment