insta logo
Loading ...
×

কুড়মি সমাজের ‘রেল টেকা’ ঘিরে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল

কুড়মি সমাজের ‘রেল টেকা’ ঘিরে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কুড়মি সমাজের ডাকা ‘রেল টেকা’ ( রেল অবরোধ) ঘিরে কড়া প্রস্তুতি নিল রেল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা রেল টেকার কথা মাথায় রেখে মঙ্গলবার সকালেই মহড়া চলবে পুরুলিয়া – আদ্রা রেলপথের কুস্তাউর স্টেশনে। সকাল সাড়ে আটটা থেকে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) আধিকারিক ও কর্মীরা অংশ নেবেন এই মহড়ায়। ব্যবহার করা হবে দাঙ্গা দমন সামগ্রী, এমনকি টিয়ার গ্যাস শেল ও গ্রেনেডও।

রেল সূত্রে খবর, মঙ্গলবারের মহড়ায় পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল নিয়ে বিশেষ অনুশীলন হবে। দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে কীভাবে যাত্রীদের নিরাপদে সরানো যায়, কীভাবে ভিড় নিয়ন্ত্রণে আনা যায় এবং প্রয়োজনে কীভাবে টিয়ার গ্যাসের ব্যবহার হবে—সেসবই থাকবে প্রশিক্ষণের অন্তর্গত।

উল্লেখ্য, আদিবাসী তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে ২০ সেপ্টেম্বর কুড়মি সমাজ তিন রাজ্য জুড়ে রেল টেকার ডাক দিয়েছে। রেল টেকার প্রভাব পড়বে রেল পরিষেবাতেও। পুরুলিয়া ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্‌ধের দিন যাতে রেলযাত্রীদের কোনও সমস্যার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতেই আগে থেকেই এদিন মহড়ার আয়োজন করছে আরপিএফ।

এক আধিকারিক বলেন, ‘‘যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য। যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকব।’’

Post Comment