insta logo
Loading ...
×

রঘু ডাকাত অবতারে পুরুলিয়ায় দেব, তুমুল উন্মাদনা

রঘু ডাকাত অবতারে পুরুলিয়ায় দেব, তুমুল উন্মাদনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রঘু ডাকাত অবতারে অভিনেতা-সাংসদ দেব এলেন পুরুলিয়ায়। ভক্তদের জনসমুদ্র ছড়রা দিল্লি পাবলিক স্কুলে। উচ্ছ্বাসে ফেটে পড়ছে কিশোর- কিশোরীরা। কেউ সেলফি তুলছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে—‘দেব দর্শনের সৌভাগ্য হলো।’

প্রথমে ঠিক ছিল শহরের সিটি সেন্টার মলে হবে দেবের সিনেমা রঘু ডাকাতের প্রোমোশন। ভক্তদের ভিড় নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ মুহূর্তে ভেনু পাল্টানো হয় ছড়রা দিল্লি পাবলিক স্কুলে।

পুরুলিয়ার স্থানীয় শিল্পীরাও এদিন কলকাতা থেকে আগত শিল্পীদের পাশা প্রদর্শন করেন। রঘু ডাকাত ছবির গান ছাড়াও দেবের অন্যান্য হিট সিনেমার গানে নাচ প্রদর্শিত হয় এদিন। অভিনেত্রী সোহিনী সরকার পুরুলিয়ার কথ্য বাংলায় কথা বলে মাতিয়ে দেন। সুপারস্টার দেবকে সামনে পেয়ে বাঁধন ছেঁড়া উল্লাসে মেতে ওঠে তাঁর ভক্তরা।

Post Comment