নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
বাঘমুন্ডি থানার সুইসা স্টেশন চত্বরে রেলওয়ে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ওই রেলকর্মীর দেহ তার নিজস্ব কোয়ার্টার থেকে উদ্ধার হয়।
মৃতের নাম ধর্মেন্দ্র যাদব (৩২)। তিনি উত্তরপ্রদেশের বালিপুর এলাকার বাসিন্দা । কর্মসূত্রে তিনি সুইসা স্টেশনে গ্যাংম্যান পদে কর্মরত ছিলেন।
রবিবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
রেলকর্মীর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।









Post Comment