নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
অঞ্চলভেদে বৃষ্টির দেখা মিললেও পুরুলিয়া জেলায় সামগ্রিক ভাবে খুব বেশি ভিজল না। শুক্রবার জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৫.৬৩ মিলিমিটার। সবচেয়ে বেশি ভিজেছে বাঘমুন্ডি—২৫.২ মিলিমিটার। তার পরে নিতুড়িয়ায় ১৯.২ মিলিমিটার, সাঁতুড়িতে ১৪.৬ মিলিমিটার এবং পুঞ্চায় ১৪.২ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে। তবে জেলার বাকি ৯টি কেন্দ্রেই এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
এ দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নেমেছে ২৪.৮ ডিগ্রিতে। ফলে আর্দ্র গরমে অস্বস্তি থেকে গিয়েছে।
আপাতত এই অস্বস্তি থেকে রেহাই মিলবে, এমন কোন স্বস্তিবাচন শোনাতে পারছে না আবহাওয়া অফিস।










Post Comment