নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ফুটবল নিয়ে পুরুলিয়ার মাটিতে শুরু হয়েছে রাজনীতির নতুন খেলা । জেলার সর্বত্র চলছে বিজেপির ‘নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা’। খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতির অঙ্গন—সবখানেই এখন ঝড় তুলছে ঘাসফুল আর পদ্ম শিবির। জেলায় বিজেপির ৩৬টি মন্ডল থেকে ৩৬টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ফাইনাল ।
বিজেপির জেলা আহ্বায়ক জলধর মাহাতোর দাবি, “যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনীতির বাইরে ফুটবলকে মানুষের উৎসবে পরিণত করতে চাই আমরা।”

এদিকে খেলা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌরব সিংয়ের কটাক্ষ, “বিজেপি শুধু মমতা ব্যানার্জীকেই অনুকরণ করে বাঁচে। আমাদের ‘খেলা হবে’র অনুকরণ করেই নরেন্দ্র কাপ করছে ওরা। বিজেপির খেলোয়াড় গুজরাট, মহারাষ্ট্র থেকে স্যুটবুট পরে আসবে। আর মমতা ববন্দ্যোপাধ্যায় মাঠে নামবেন চটি পরে। এবারেও গোলের পর গোল দেবেন তিনি। বাংলার মানুষ হাততালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করবেন।”
পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, “তৃণমূলের খেলায় কোনো প্লেয়ার নেই। আধা জেলে, আধা বেলে আর আধা লাইন দিয়ে চলছে। ২০২৬-এ ফাঁকা মাঠে গোল দেবে বিজেপি। তখন তৃণমূল বলে কিছুই থাকবে না।”
ফলে মাঠে এখন একদিকে ফুটবলের টানটান উত্তেজনা, অন্যদিকে দুই শিবিরের রাজনৈতিক কৌশল। খেলায় গোল হলে বাঁশি বাজবে মাঠে। তবে এবার কারা জিতবে? কারা পাবে বাংলার মানুষের হাততালি? তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফলের জন্য।











Post Comment