নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
বিড়ি শ্রমিকদের নানা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার ঝালদায় মিছিল ও ডেপুটেশন কর্মসূচি আয়োজন করল যৌথ সংগ্রাম কমিটি। দুপুরে ঝালদা হাটতলা থেকে কয়েক হাজার বিড়ি শ্রমিকের মিছিল শুরু হয়ে মহকুমাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানেই জমা দেওয়া হয় দাবিপত্র।
ডেপুটেশন শেষে কমিটির আহ্বায়ক ভীম কুমার জানান, তাঁদের মূল দাবি—টালিসেন্টারে নির্মীয়মাণ বিড়ি শ্রমিক হাসপাতাল দ্রুত চালু করা, আইএইচএস-২০১৬ প্রকল্পে গৃহনির্মাণ বাবদ শ্রমিকদের ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা প্রদান, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প বজায় রাখা এবং পরিচয়পত্র বিতরণ ফের শুরু করা। পাশাপাশি বিড়ি শ্রমিকদের ইএসআইসির আওতার বাইরে রাখার প্রস্তাব ও বিড়ির উপর অতিরিক্ত জিএসটি চাপানোর বিরোধিতা করা হয়। ভীমবাবুর হুঁশিয়ারি, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান শ্রমিক নেতা নিখিল মুখার্জী, সিআইটিইউ জেলা সম্পাদক হারাধন ব্যানার্জী, পুরুলিয়া ডিস্ট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়নের সম্পাদক সহরই কুমার, সহ-সভাপতি মোহম্মদ ইব্রাহিম সহ জেলা নেতৃত্ব।
Post Comment