insta logo
Loading ...
×

বাঘমুন্ডিতে বজ্রাঘাতে প্রা*ণ গেলো ম*হিলার

বাঘমুন্ডিতে বজ্রাঘাতে প্রা*ণ গেলো ম*হিলার

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মহিলার। আহত আরও একজন মহিলা। বৃহস্পতিবার বিকেলে বাঘমুন্ডি থানার পেড়েতোরাং গ্রামের ঘটনা। মৃতার নাম বিজলী মাহাত (৪৮)। জখন প্রমীলা মাহাতো পাথরডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে প্রমীলার সঙ্গে মাঠে ঘাস কাটতে যান। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে বৃষ্টি নামে। তারই মাঝে বাজ পড়ে দু’জনেই জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিজলীকে মৃত ঘোষণা করেন।বিজলীর স্বামী ও ছেলে গুজরাটে কাজ করেন। তিনি একাই বাড়িতে থাকতেন।

Post Comment