insta logo
Loading ...
×

সম্ভ্রম ও সম্মান জানিয়ে বন শহীদ দিবস পালিত পুরুলিয়ায়

সম্ভ্রম ও সম্মান জানিয়ে বন শহীদ দিবস পালিত পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বনজ সম্পদ রক্ষা ও বনবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্বাধীনতার পরে যে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন একাধিক মানুষ, তাদের স্মরণে আজ পালিত হল বন শহীদ দিবস। ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শহীদদের আত্মত্যাগকে কেন্দ্র করেই প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বন দপ্তরের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ প্রসঙ্গে পুরুলিয়া ডিভিশনের এডিএফও সায়নী নন্দী বলেন, “বন শহীদ দিবস শুধু স্মরণ নয়, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে ভাবারও দিন। বন রক্ষা ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব নয়। শহীদদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। বন সংরক্ষণে বনবাসীদের সক্রিয় সহযোগিতা জরুরি। সেই লক্ষ্যেই বন দপ্তর গ্রামীণ মানুষদের নিয়ে কাজ করছে।”

এদিন জেলাজুড়ে বিভিন্ন স্কুলে পরিবেশ সচেতনতা শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী প্রজন্মকে বন সংরক্ষণে উদ্বুদ্ধ করাই এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য।

Post Comment