insta logo
Loading ...
×

হুড়ার গ্রামে জনজাতির মানুষের পাশে শ্রীমৎ রাজচন্দ্র মিশন, হাজির বিডিও

হুড়ার গ্রামে জনজাতির মানুষের পাশে শ্রীমৎ রাজচন্দ্র মিশন, হাজির বিডিও

নিজস্ব প্রতিনিধি, হুড়া:


তিনটে গ্রাম। রাইসা, কাশিটাড় আর আমলাগড়া। যেন একদিনের উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল পুরুলিয়ার হুড়ার এই গ্রামগুলি। কেউ হাতে ছোট্ট শিশুকে নিয়ে, কেউ বা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন মঞ্চের দিকে। কারণ বুধবার শ্রীমৎ রাজ চন্দ্র মিশনের উদ্যোগে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিশেষ উপহার।

এক এক করে ডাক পড়ল পরিবারের। ১৭৯টি
জনজাতি পরিবার, শিশু থেকে বৃদ্ধ, প্রায় ৭৬৩ জন মানুষকে দেওয়া হলো নতুন বস্ত্র। নতুন কাপড় হাতে পেয়ে শিশুদের চোখে যেন আনন্দের দীপ্তি ফুটে উঠল। বৃদ্ধরা খুশিতে ভরে উঠলেন। শুধু পোশাক নয়, প্রতিটি পরিবারকে ভোজ্য তেল, মসলা, চিঁড়ে, মুড়ি, সয়াবিন সহ নানা খাদ্য সামগ্রীর প্যাকেটও তুলে দেওয়া হলো।
গ্রামের মায়েরা সবচেয়ে খুশি হলেন যখন শুনলেন অপুষ্টিতে ভোগা ৩০ জন বাচ্চার জন্য আলাদা করে পুষ্টিকর শিশু খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। সেই খাদ্য হাতে পেয়ে অনেকের চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। এই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম, স্থানীয় প্রধান জয়েশ বাখড়া, ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের উপস্থিতিতে গ্রামের মানুষ যেন আশ্বস্ত বোধ করলেন—সমাজ এখনও তাদের পাশে আছে।

সেদিন শুধু খাদ্য আর বস্ত্র বিতরণ হয়নি, গ্রামগুলোয় ছড়িয়ে পড়েছিল এক অন্যরকম আনন্দ। মনে হচ্ছিল, এই ছোট্ট উদ্যোগ জনজাতির পরিবারগুলোর জীবনে নতুন করে ভরসা আর হাসি নিয়ে এসেছে।

Post Comment