insta logo
Loading ...
×

বেআইনি বালি বোঝাই লরি আটক কাশিপুরে, চালক ও মালিকের বিরুদ্ধে মামলা

বেআইনি বালি বোঝাই লরি আটক কাশিপুরে, চালক ও মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:


বেআইনি বালি বোঝাই লরি আটক করল পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে ছাতনা–কাশিপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে একটি বড় লরি ৭০০ সিএফটি বালি বোঝাই করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ মাজরামুড়া গ্রামে লরিটিকে আটকায়। তবে পুলিশের হঠাৎ অভিযানে চালক ও শ্রমিকরা লরি ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও বৈধ নথি উদ্ধার করতে পারেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও গাড়ির মালিক বা চালক কেউ ঘটনাস্থলে হাজির হননি।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই বালির অবৈধ উত্তোলন করা হয়। পরে সেটি পাচারের উদ্দেশ্যেই পরিবহণ করা হচ্ছিল। এ ঘটনায় চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।

Post Comment