নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ সড়ক ছেড়ে পাশের চাষের জমিতে গড়িয়ে পড়ল ট্রাক্টর। মুহূর্তেই ওই ট্রাক্টরের নিচে আটকে গেল চালকের পা। বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পাথরডি গ্রামে। খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ক্রেন ডেকে এনে দীর্ঘ চেষ্টার পর ট্রাক্টরের নিচ থেকে ওই চালককে উদ্ধার করা হয়।
তবে তার অবস্থা ছিল গুরুতর। শরীরজুড়ে আঘাত, রক্তে ভিজে গেছে জামাকাপড়। গ্রামবাসীরা তাকে দ্রুত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
Post Comment